Header Ads

উপদেশ মূলক কথা,উপদেশ মূলক এস এম এস,জীবন নিয়ে উক্তি বাণী - smsbazar24

 জীবন নিয়ে বিখ্যাত ৪০টি উক্তি বা বাণী এখানে দেওয়া হয়েছে। আমাদের সবার উক্তি বা জীবন সম্পর্কে বাণী গুলো একবার হলেও পড়া উচিৎ । কেননা বিশ্ব বিখ্যাত মনিষীরা যে কথা গুলো বলে গেছেন , সেগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।কথা গুলো পড়ে অনেক ভালো লাগবে।

 জীবন নিয়ে উক্তি বাণী

১)“ভালোবাসা কোনো অধিকারের
মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না,
বরং তাকে নতুন স্বাধীনতা দান করে।
“ - ---রবীন্দ্রনাথ ঠাকুর।
জীবন নিয়ে উক্তি বাণী




২)কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন., 
কিন্তু...
একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন...
তবে পেছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন।

৩)জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।
যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। 
তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক।

৪)শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি⌡⌡۞
-পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।

৫)অযোগ্য মানুষেরাই সসময় জোর করে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করে।।

৬)অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সবসময়ই তোমার সাথে থাকবে । তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো । হুমায়ূন আহমেদ

৭)যে তোমাকে কষ্ট দেয় তার জন্য কখনো চোখের জল ফেলনা…বরং,,তাকে ধন্যবাদ দাও!
তার চেয়ে ভাল কাওকে খোঁজার সুযোগ করে দেয়ার জন্য!


৮)অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার
অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না…
——- আবুল ফজল

৯)আপোষ করতে শেখ মুজিবুর রহমান যানে না।
বাংলার মাটিতে যুদ্বাপরাধীদের বিচার হবে।
আমার মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে,
রক্ত দিয়ে স্বাধীনতা কে রক্ষা করবে।
-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১০)আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার উপর রাগ করতে পারে। কেননা, এটা তাঁর অধিকার।
আর তাঁর রাগ ভাঙ্গানোটা আপনার দায়িত্ব।

১১)উত্তপ্ত মরুর বুকে অবিশ্রাম হেঁটেও তুমি হবেনা ক্লান্ত, দাঁড়াবে ক্ষনিকের তরে, যদি আশা হয় প্রখর, সংকল্প হয় দৃঢ়.... তবে পড়িতে পারো মরীচিকার ছলে... ভয় নেই এ থেকেও পরিত্রাণ পাইবে সুদৃঢ় মনোবলে.....!!

১২|)এই পৃথিবী কখনো খারাপ মানুষের
খারাপ কর্মকাণ্ডের জন্য ধংস
হবেনা. যারা খারাপ মানুষের এসব
কর্ম-কাণ্ড দেখেও কিছু
করেনা তাদের জন্যই ধংস হবে !
---আইনস্টাইন
জীবন নিয়ে উক্তি বাণী



উপদেশ মূলক এস এম এস

১৩)একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে, কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে একেকজন রাজকন্যা।

১৪)একজন সুন্দরী আকর্ষনীয় নারীর পাশে ২ ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে যাচ্ছে। গ্রীষ্মের গরমের মাঝে ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। - আলবার্ট আইনস্টাইন।

১৫)একটি হাঁস যদি সারাদিন পানিতে থাকেলেও, তাঁর গায়ে লেগে থাকে না, ঝরে পড়ে।
তেমনি মা তাঁর সন্তানকে যতো ই অভিশাপ দেয় না কেনো, তা সন্তানের গায়ে লাগে না।

১৬)এটা খুব কষ্টের যখন বিশেষ কেউ আপনাকে অবহেলা করতে থাকে আর এর চেয়েও কষ্টের হচ্ছে যখন আপনার অভিনয় করতে হয়, যে আপনি এতে কিছুই মনে করছেন না !

১৭)এমন একজন কে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে আপরাধী মনে করে । এমন একজন কে ভালোবাস যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে, তোমার সাথে কথা না বললে না দেখে তোমাকে খুঁজে বেড়াবে.......

১৮)এমন কাউকে ভালোবেস না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোন মূল্য নেই । তাকেই ভালোবাস যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে ।

১৯)কখনো ই কারো এমন প্রশংসা করবেন না। যে প্রশংসা কারো মনে প্রশ্নের সৃষ্টি করতে পারে।

 ২০)কাউকে অন্ধের মত বিশ্বাস করোনা, তাহলে জীবনে অনেক প্রতারিত হবে।

 ২১)কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে... _এলটন ডি

২২)কাউকে যদি ভালবাস, ভালবেস
চিরদিন। আর যদি না বাসো,
বেসনা কোন দিন। অবুজ মন
নিয়ে খেলা খেলনা, কোন
নিষ্পাপ
রিদয়ে বেথা দিয়না..plz

২৩)কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।

২৪)কাহারো সুন্দর চেহারা দেখে মুগ্ধ হইয়ো না, কারন তাহার চরিত্রই যদি ঠিক না থাকে, তাহলে সুন্দর চেহারা দিয়ে কি করবে?

২৫)কিছু কথা কাউকে বলা যায়না,
শুধু
বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় |
_সমরেশ মজুমদার

২৬)কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই,, কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা আমরা মনে রাখি..!! পরের উপকারের কথা মনে রাখবেন ।

 ২৭)কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যত......!

২৮)(কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারন জীবনটা এত তুচ্ছ না ।

২৯)কেউ ভুল করে ফেললে, সবার সামনে তিরস্কার না করে, আলাদাভাবে বলে তাকে শুধরে নেয়ার সুযোগ দিন ।

৩০)কোনো কিছু না পাওয়ার জন্য আপনিই বেশী দায়ী,
কারণ একটাই, আপনার চাওয়ায় ত্রুটি ছিল ।

৩১)খুব কাছের মানুষের অবহেলা সহ্য করার মত ক্ষমতা আমাদের নেই, আমরা সবাই আসলে খুবই অভিমানী প্রাণী..!! হুমায়ুন আহমেদ

৩২)চাঁদকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ো,
যদি তীর চাঁদের গায়ে নাও লাগে তবে নিশ্চিত তা তারা গুলোর বুক তো ভেদ করবেই।

৩৩)বড় কিছু হবার চেষ্টা করো,
একটা না একটা কিছু হতে পারবেই।

৩৪)চেহারা দেখে যদি
মানুষ চেনা
যেতো তাহলে ভুল
মানুষের প্রেমে
পরে এতো কাদতে
হতো না___

 জীবন নিয়ে উক্তি বাণী

৩৫) ছাত্র জীবনের চেয়ে মধুর জীবন
আর নেই।
কথাটার বাস্তবিক প্রমানিত
হয় যখন ছাত্র
জীবন অতীত হয়ে যায় |
— হযরত সুলাইমান আঃ

৩৬)জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে
জানিনা এই সরল মনে কার জায়গা হবে
শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব
সারা জীবন তাকেই ভালবাসবো.

৩৭) জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক

৩৮)জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করবেন না ,
কারন অন্ধকারে আপনার চায়াও আপনাকে ছেড়ে চলে যায় ।

৩৯)জীবনে কাউকে এতোটা ভালোবাসা উচিত
না যাতে তাকে ভুলতে কষ্ট হয়,
আবার এতটাও ঘৃণা করা উচিত নাহ
যে তার জন্য তোমার মায়া হয়....

৪০)জীবনের রাস্তায়
একা একা হেঁটে যাওয়া খুব
একটা কঠিন কাজ নয় ।
কিন্তু , কারো হাত ধরে অনেক
টা পথ হেঁটে গিয়ে,
সেখান
থেকে একা একা ফিরে আসা খুব
বেশি কঠিন ।



1 comment:

Powered by Blogger.