রোমান্টিক sms,ভালবাসার রোমান্টিক লাভ মেসেজ,romantic sms bangla
রোমান্টিক sms
রাতের আকশে তাকালে দেখি লক্ষ তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা, বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু ওই আকাশের চাঁদ ।
রাতে চাঁদ দিনে আলো,
কেনো তোমায় লাগে ভালো ?
গোলাপ লাল কোকিল কালো
সবার চেয়ে তুমি ভালো ।
আকাশ নীল মেঘ সাদা
গোয়াল ঘরে তুমি বাঁধা ।
তুমি যদি ৮০ বছর বাঁচো, তবে ৭২০ টা পূর্ণিমা পাবে, ১৬০ টা ঈদ পাবে,
৮০ টা জন্মদিন পাবে, ২/৩ টা সূর্য গ্রহন ও পাবে,
তবে আমার মত লাভার পাবে না ।
আমি মেঘের মত চেয়ে থাকি
চাঁদের মত হাসি
তারার মত জ্বলে থাকি
বৃষ্টির মত কাঁদি
দূর থেকে বন্ধু শুধু
তোমার কথাই ভাবি…
প্রেম মানে হৃদয়ের টান
প্রেম মানে একটু অভিমান
দুটি পাখির একটি নীড়
একটি নদীর দুটি তীর
দুটি মনের একটি আশা
তার নাম ভালোবাসা |
সপ্ন আমার অনেক ছিলো বন্ধু তোমায় ঘিরে
সপ্ন দিয়ে কেনো তুমি আসলে না আর ফিরে
মন যে আমার অচিন পাখি নেই তার কোন খোঁজ
বন্ধু তোমায় মনে পড়ে সকাল সন্ধ্যা রোজ ।
নীল আকাশে তারার মেলা
মধ্য রাতে চাঁদের খেলা
স্নিগ্ধ সকাল শিশির ভেজা
শুধু দেখো আমার প্রেমে কত মজা ??
তোমাকে দেখেছি যেদিন, তোমার প্রেমে পরেছি সেইদিন। তাই তো মনে পরে তোমায় সারাদিন। বাসবো ভালো তোমাকে রাগবো যতন করে। সারাজীবন থাকবে তুমি আমার মনের ঘরে।
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড় । আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম । আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?
শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে,শিশিরের শীতল স্পর্শে যদি,শিহরিত হয় মন।বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
ভালবাসার রোমান্টিক লাভ মেসেজ
জীবনে দুটো জিনিস খুবেই কষ্টদায়ক।একটি হচ্ছে, যখন তোমার ভালবাসার মানুষ তোমাকে ভালবাসে কিন্তু সেটা তোমাকে বলে না।আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালবাসার মানুষ তোমাকে ভালবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।।I LOVE U.
*জীবনের একটা স্বপ্ন ছিল,, শুরু না হতেই ভেঙ্গে গেল..একটা আশার প্রদীপ ছিল,, জ্বলতে গিয়েই নিভে গেল..একটা প্রিয় মানুষ ছিল,,পাওয়ার আগেই হারিয়ে গেল...।
ভালোবাসতে মন লাগে তা কি তুমি জানো?? আমি জানি কিন্তু কি জানো আমার মন ই নেই|কারন মন থাকলে তো খারাপ হবে বা কষ্ট পাব|
যে তোমাকে হাজার কষ্টের মাঝে তোমাকে পাশে রাখতে চায় সেটা হলাম আমি।যে নতুন করে সব ভুলে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে সে হল তোমার ই পাগল।শত বাধার মাঝে তোমার সাথে যে কথা বলার জন্য পাগলামি করে সে ই আমি।
যদি মনে পড়ে ছোট্ট করে একবার মিস দিও আর যদি দেখতে ইচ্ছে করে তাহলে একটি বার ইমোতে ঢুকিও কারন তোমার ভালোবাসাতো ইন্টারনেট ভাগাভাগি করে নিয়েছে কি আর করবি বল??
ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি । আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।
অনেক কষ্টের মাঝে তুমি আমার সুখ, অনেক বেদনার মাঝে তুমি আমার আনন্দ, অনেক কান্নার মাঝে তুমি আমার হাঁসি, তাইতো তোমায় বন্ধু আমি অনেক ভালোবাসি…
বালিকা,খুঁজে চলেছি তোমায় তোমার প্রতিক্ষায় আমি, তোমায় একটি বার দেখার লাগি শত শত বার মরিতেও পারি আমি |
হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যেকার ভালবাসার সবটুকু আমাকে জানতে দিও।
আরো পড়ুনঃ ভালোবাসার এস এম এস // কষ্টের এসএমএস // হাসির এসএমএস // বন্ধুত্ব এসএমএস // শুভ কামনা এসএমএস // ভালোবাসা দিবস এসএমএস
No comments