Header Ads

ইসলামিক এসএমএস,ইসলামিক বাণী,Islamic sms bangla,smsbazar24

ইসলামিক এসএমএস

 প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দূর্ভোগ!! 
সে আল্লাহর আয়াতসমূহ শুনে,
অতঃপর সে অহংকারী হয়ে জেদ ধরে, 
যেন সে কোন আয়াত শুনে নি!! 
অতএব, তাকে যন্ত্রনাদায়ক শাস্তির সুসংবাদ দিন!! [‪‎সূরা আল জাসিয়া‬ : ৭-৮]

Islamic sms bangla



রাত সুন্দর হয় চাঁদ থাকলে======
দিন সুন্দর  সুর্য উঠলে====== 
আকাশ সুন্দর তাঁরা জ্বললে======
বাগান সুন্দর ফুল ফুটলে========
সাগর সুন্দর ঢেউ উঠলে=======
পাহাড় সুন্দর ঝর্ণা থাকলে===== ======
জীবন সুন্দর ৫ ওয়াক্ত নামায পড়লে ||


শরীর সুস্থ থাকে
 অল্প আহারে,
আত্মা সুস্থ থাকে 
অল্প নিদ্রায় ,
এবং
আল্লাহর নৈকট্য
লাভ হয় অধিক 
ক্রন্দনে । --
.
---খাজা মঈনুদ্দীন
চিশতী রহ:


১,২,৩
আসছে রোজার দিন ।
৪,৫,৬
রোজা রাখতে কিসের ভয় ।
৭,৮,৯
খারাপ কাজ আর নয় ।
১০,১১,১২
পাঁচ ওয়াক্ত নামাজ পড় ।


আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে, 
আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” 
~~ বিশ্বনবী হযরত মোহাম্মদ (স)


আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
-অল্ ইনসান্৭৬:৩০


এত বেশি কঠোর হয়োনা,যাতে মানুষ হতাশ হয় আর এত বেশি বিনয়ীও হয়োনা যাতে ব্যক্তিত্বের বিনাশ ঘটে।
 --শেখ সাদী (র)


কুরআনের অনুশাসনই সত্য ,
এবং একমাত্র কুরআনই মানুষকে শান্তির পথে,
 এগিয়ে নিয়ে যেতে পারে।


জীবনের চাইতেও 
বেশী
 ভালবাসি যারে,
 একবারও দেখিনাই তারে,
 জানিনা আমার ভালবাসায় 
আছে কি ভুল,
একবার হলেও দেখা দাও 
হে প্রিয় রাসূল (স) ||


খারাপ কাজের জন্য উৎসাহ দেওয়া নিজে খারাপ 
কাজ করার সমতুল্য 
------হযরত মহানবী (স) ||


জেনে রাখ, সৃষ্টি তাঁর আল্লাহর, ক্ষমতাও চলবে একমাত্র তাঁর!! [‪সূরা আল আরাফ‬ : ৫৪]


জল ছাড়া মাছ দুর্বল...
স্বামী ছাড়া স্ত্রী দুর্বল...
ভ্রমর ছাড়া ফুল দুর্বল...
ফুল ছাড়া বাগান দুর্বল...
চাঁদ ছাড়া রাত দুর্বল...
সূর্য ছাড়া দিগন্ত দুর্বল...
আরথিং ছাড়া কারেন্ট দুর্বল...
নেটওয়ার্ক ছাড়া ফোন দুর্বল...
ঘুম ছাড়া মানুষ দুর্বল...
মা ছাড়া সন্তান দুর্বল...
ঢেউ ছাড়া নদী দুর্বল...
আর নামাজ ছাড়া ঈমান দুর্বল...||

যদি আয়নায় মানুষের চেহারা দেখাতে গিয়ে তার 
চরিত্র দেখা যেতো,
 তাহলে মানুষ চেহারা 
সুন্দর না করে তার চরিত্রকে,
 সুন্দর করার
 প্রতিযোগিতায় ব্যস্ত থাকতো।
 __বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) ||


যদি কারো উপর কোন কষ্ট আসে 
আল্লাহ তা'আলা এর কারণে
 তার গুনাহসমূহ ঝরিয়ে দেন,
যেমন ভাবে গাছ হতে পাতা
 ঝরে পড়ে।”
.
_ বিশ্বনবী হযরত মোহাম্মদ (স) ||


দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা---...হযরত আলী রা: ||

মাটি থেকেই আমি তোমাদেরকে
 সৃষ্টি করেছি, 
মাটিতেই আমি তোমাদের
 ফিরিয়ে নেব,
 এবং এ মাটি থেকেই
 তোমাদেরকে পুনরায় বের করে আনব।” 
— [সূরাঃ- তা'হাঃ: ৫৫]


মানুষের হিসাব গ্রহণের কাল অতি নিকটবর্তী। অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে!! [‪‎সূরা আম্বিয়া‬ :০১]


মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে,
তখন বাদশাহ ফকির উভয়েই সমান হয়ে
যায়,
কাউকে আলাদা করা যায় না।
_শেখ শাদী রহঃ ||

সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান।
 আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না ,
এবং বলুনঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।
কোরান২০:১১৪ ||

সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খাহেশের অনুসরণ করে,
 সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধবংস হয়ে যাবে।
-কোরান২০:১৬ ||


হে আমাদের রব! আমাদের পাপক্ষমা করো,
 মন্দকার্যগুলি দূরীভূতকর,
এবং আমাদের সৎকর্মশীলদের মত মৃত্যু দাও।সূরা আল ইমরান, আয়াত ১৯৩ ||

হে আল্লাহ! আমি আশ্রয় প্রার্থনা করছি বিপদের কষ্ট,
 নিয়তির অমঙ্গল, দূর্ভাগ্যের স্পর্শ ও বিপদে শত্রুর উপহাস হতে! [‪‎সহীহ বুখারী : ৫৮৭১]


লোকমান ! তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন ,
 অহংকার-বশে তুমি মানুষকে অবজ্ঞা কোরো না,
 এবং পৃথিবীতে গর্বভরে চলো না।
 নিশ্চয় আল্লাহ তায়ালা কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না।
  ৩১-সূরা লোকমান : ১৮ ||


*যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না,
 সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।


*নিচু লোকের প্রধান হাতিয়ার হলো কটু বাক্য.....হযরত আলী রাঃ ||


বিপথগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে ,
এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন, তা ছিন্ন করে,
 আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে। ওরা যথার্থই ক্ষতিগ্রস্ত।
অল-বাকারাহ্২:২৭ ||


হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। 
কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। 
আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। 
নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।
আন-নিসা৪:২৯ ||


আমার কাছে সময় নেই তাদের দেখার যারা আমাকে ঘৃনা করে,
আমি তাদের সাথে ব্যস্ত থাকি যারা আমাকে ভালবাসে...
 -কুরআন ||

ইসলামিক Sms

আল্লাহ যার মঙ্গল
চান তাকে দুঃখ কষ্টে
 ফেলেন,
যাতে সে দুঃখের 
আগুনে জ্বলে 
খাঁটি সোনা তৈরী হয়..
মহানবী (সা
)সহীহ বুখারী-৫৬৪৫  ||

Islamic sms bangla



কারো অধঃপতনে আনন্দ
 প্রকাশ কোরো না,
কারন
 ভবিষ্যত তোমার জন্য 
কি প্রস্তুত করে রেখেছে
 সেটা সর্ম্পকে তোমার 
কোন জ্ঞানই নাই
 -হযরত আলী রা: ||


কবরের মধ্যে এমন
 ভয়ানক আযাব আছে
 ,
যা শয়তানকে দেখালে 
সেও কালেমা পড়ে 
মুসলমান হয়ে যেত 
মহানবী (সা) ||

যখন তুমি কোন 
রুগীর নিকট যাবে ,
তখন তাকে তোমার 
জন্য দোয়া করতে বলবে, 
কেননা তার দোয়া 
ফেরেশতাদের দোয়ার ন্যায় ||


যে ব্যক্তি আঘাত প্রাপ্ত 
হয়েও আঘাতকারীকে 
ক্ষমা করে, 
আল্লাহ্ তার
 সম্মান বৃদ্ধি করে দেয়
 এবংতার পাপ মার্জনা 
করে দেয়।


যে ব্যক্তি কালিমার 
দাওয়াত মানুষের নিকট 
পৌছে দিবে,
আমি তাকে
 সাথে নিয়ে জান্নাতে যাব
 -মহানবী (সা) ||

যে ব্যক্তি কোন জ্ঞানী ব্যক্তির
 একদিন সেবা করল,
সে যেন 
অন্য লোকের সত্তর বছর 
সেবা করল
 -মহানবী (সা)  ||

যে ব্যক্তি কোরআন এর
 একটি হরফ পাঠ করে
 তাকে এমন একটি নেকি প্রদান
করা হয়,যার প্রতিটি নেকি
দশটি নেকির সমান
 --তিরযিমি-২৯১০।।

যে ব্যাক্তি আজান শুনে নামাজ পড়বে না 
কিয়ামতের দিন তাঁর কানে গরম সীসা ঢেলে দেয়া হবে ।।।


যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গোনাহ গুলো থেকে বেঁচে থাকতে পার। 
তবে আমি তোমাদের ক্রটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মান জনক স্থানে তোমাদের প্রবেশ করার।
সুরা আন্-নিসা৪:৩১ ।।


যৌবনের তাড়নায় কোন গুনাহ করিও না। কারন,যৌবন একদিন শেষ হয়ে যাবে কিনতু গুনাহ ঠিকই রয়ে যাবে। 
===== হযরত আলী {রাঃ} ||

তোমাদের মধ্যে ঐ
ব্যক্তি সর্বউত্তম ,
যে তার 
এক চোখ দিয়ে নিজের 
দোষ দেখে ,
আর অপর 
চোখ দিয়ে অন্যের গুন 
দেখে
 -মহানবী (সা) ।।


তোমরা যেখানে যে 
অবস্থাতেই থাক না কেন,
মৃত্যু তোমাদের ধরবেই;
যতো মজবুত কেল্লার মধ্যেই 
অবস্থান কর না কেন---
 সুরা আন নিসা:৭৮
  ।।

তুমি যখন রাস্তা দিয়ে যাও
 ,
তখন আল্লাহর নামে 
যিকির কর,
কারন হাশরের 
দিন ঐ রাস্তা তোমার 
নামে সাক্ষি দেবে
----মহানবী হযরত মুহাম্মদ (স) ||


তুমি যাকে ভালবাসবে 
হাশরের ময়দানে তার 
সাথেই থাকবে
 -মহানবী (স) ||


দুচ্চরিত্রা নারীগন দুচ্চরিত্র 
পুরুষের জন্য,
আর চরিত্রবান
 নারীগন চরিত্রবান পুরুষের জন্য----
সূরা আন নূর-২৬।।।

নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে\\ [সূরা আন-কাবুত, আয়াত-৪৫]


নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন ,
আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না।



আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন,
আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন।
 আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
অল-বাকারাহ২:৬ ও ২:৭ ||

প্রত্যেককেই মৃত্যুর স্বাদ
 আস্বাদন করতে হবে
 ,
এবং আমি তোমাদের
 ভাল ও মন্দ দ্বারা 
পরীক্ষা করে থাকি,

একদিন তোমারা আমার
 কাছেই প্রত্যাবর্তিত হবে
 -সুরা আম্বিয়া:৩৫  ।।


বান্দা যতক্ষণ নামাজে
 থাকে ততক্ষণ তার মাথার 
উপর নেকি ঝরতে থাকে
 -মহানবী (স) ||

 Islamic এসএমএস


মানুষ যদি মৃত ব্যাক্তির
 আর্তনাদ দেখতে এবং
 শুনতে পেত,
 তাহলে 
মানুষ মৃত ব্যক্তির জন্য 
কান্না না করে নিজের
 জন্য কাদত ----
মহানবী হযরত মুহাম্মাদ (স) ||


রঙীন কাপড় পরে 
গর্ব কোরো না; কাল তোমায় 
সাদা কাপড় পরে কবরে 
যেতে হবে
 -মহানবী (সা) ||


শত্রুর সাথে সব
সময় ভাল ব্যবহার 
করলে সেও একসময় 
ভাল বন্ধু হয়ে যায়---------
মহানবী (স) ||


+সন্তানের উত্তম আচরন
 এবং শ্রদ্ধা পাওয়ার 
সবচেয় বেশি অধিকারী 
হচ্ছেন মা
 !----মহানবী (স) ||


সবচেয়ে শ্রেষ্ট হলো
 সেই ব্যক্তি যার হৃদয়
 পরিষ্কার এবং
 জিব হল সত্যবাদী
 -মহানবী (স) ||


 হযরত আলী রাঃ বর্ণনা করেনঃ
 আখিরাতের পরিপূর্ণতা রয়েছে ৪টি জিনিসের মধ্যেঃ
 ১ ইলম বা জ্ঞান,
 ২ তাকওয়া,
 ৩ সদকা ,
 ৪ হক্কুল ইবাদ।


“ যখন কোন বান্দা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে, 
সেটা আসলে কেবল মুখে উচ্চারিত কোন বিষয় থাকে না, 
বরং আল্লাহর করুণা ও রাহমাত প্রাপ্তির কৃতজ্ঞতা স্বীকার অন্তর থেকেও করা হয়। ”
 ~ আব্দুল কাদির জিলানী ||

“ নিজের কল্যাণের স্বার্থে এবং আযাব থেকে রেহাই পেতে যথাসম্ভব কম কথা বলো। 
তুমি তোমার আমলনামার পাতাগুলো আড্ডাবাজি দিয়ে পূর্ণ কোরো না। 
কেননা, চূড়ান্ত হিসাব-নিকাশের দিনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ,
তা হল তোমার জীবনে আল্লাহকে স্মরণ করার মুহূর্তগুলো। ” 
~ আব্দুল কাদির জিলানী ||


“ বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র ও শক্তিশালী॥ ” 
— আল হাদিস  ||


“উহুদ যুদ্ধে আমার পিতা আব্দুল্লাহ শহীদ হয়ে গেলে আমি তার মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে কাঁদতে লাগলাম। 
লোকেরা আমাকে নিষেধ করতে লাগল। কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেন নি। 
আমার ফুফী ফাতিমা রাদিয়াল্লাহু ‘আনহাও কাঁদতে লাগলেন। এতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
তুমি কাঁদ বা না-ই কাঁদ উভয় সমান, তোমরা তাকে তুলে নেওয়া পর্যন্ত ফিরিশতাগণ তাদের ডানা দিয়ে ছায়া বিস্তার করে রেখেছেন”। [সহীহ বুখারী, হাদীস নং ১২৪৪, সহীহ মুসলিম, হাদীস নং ২৪৭১।]


 “এমন কাউকে বিয়ে করুন, 
যে আপনাকে উৎসাহিত করবে,
আপনার ঈমান বর্ধিত করবে এবং 
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ,
আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে।”
—ড. বিলাল ফিলিপ্স ||


“যারা কুফরী করে সত্য প্রত্যাখান করে তাদের কর্ম মরুভূমির মরীচিকার ন্যায়, 
পিপাসার্ত যাকে জল মনে করে কিন্তু সে ওর নিকট উপস্থিত হলে দেখে তা কিছুই নয় ৷ সূরা নুর,৩৯ ||

 “যে ব্যক্তি ইশার সালাত
 জামা‘আতে পড়ল,
সে যেন অর্ধ-রাত্রি সালাত
 আদায়
 করল।
আর যে ব্যক্তি ফজরের সালাত 
জামা‘আতে আদায় করল,
সে যেন সমস্ত রাত্রি সালাত আদায় করল”।
[মুসলিম : ৬৫৬।]


“যে ব্যক্তি তার জিহ্বা ও 
লজ্জাস্থানের
 হেফাজতের দায়িত্ব নেবে আমি তার 
জন্যে
 জান্নাতের জিম্মাদার হব।
বিশ্বনবী হযরত মোহাম্মদ {সাঃ} ||


“দুনিয়া নিয়ে 
দুঃশ্চিন্তা করা অন্তর 
হলো অন্ধকারাচ্ছন্ন,
আখিরাত নিয়ে
 দুঃশ্চিন্তা করা অন্তর
 হলো আলোকিত”।


“পাপ করার পরে যদি আপনার অন্তরের মাঝে আঁধার খুঁজে পান, 
তাহলে বুঝে নিবেন আপনার অন্তরে আলো রয়েছে। 
সেই আলোর কারণেই আপনি আঁধারকে অনুভব করেছেন।”
—ইবনে আল জাওযি রাহিমাহুল্লাহ ||


ইমাম আল-হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহ,
 একদিন এক ব্যক্তির দাফনের সময় উপস্থিত হয়ে বলেছিলেনঃ


“আল্লাহর রাহমাত বর্ষিত হোক সেসব মানুষদের উপরে ,
যারা আজকের দিনটির মতন দিনের জন্য পরিশ্রম করে; 
কেননা আজকে তোমরা এমন সব কাজ করতে পারছ,
 যা কবরের বাসিন্দা তোমাদের এই ভাইয়েরা করতে পারছে না।
তাই, হিসাব-নিকাশ শুরু হবার ভয়াবহ দিনটি আসার পূর্বেই ,
তোমাদের স্বাস্থ্য এবং অবসর সময়ের পূর্ণ ব্যবহার করো।”
[ইবনে আবি আল-দুনিয়া, দাম আল-দুনিয়া অনুচ্ছেদ ৫৩]


» একজন মু’মিনের যত গুণাবলী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো ক্ষমাশীলতা।

[আদাব শার’ইয়্যাহ, ১১/১২১] <<


No comments

Powered by Blogger.