শুভ সন্ধ্যার শুভেচ্ছা মেসেজ,Good Evening sms in bengali,Suvo Sondha SMS
শুভ সন্ধ্যার শুভেচ্ছা মেসেজ
আমার শুভেচ্ছা নিঃশব্দ,কিন্তু সত্য,
তারা পিছু করবে তোমার,স্বর্গ হোক বা মর্ত্য...
সৌভাগ্য হোক তোমার আর শুভেচ্ছা আমার
তোমার সুখগুলো হোক সোনার আর দুঃখগুলো তামার॥
শুভ সন্ধ্যা...
অনেক্ষন থেকেই মোবাইল ব্যবহার করছিস।তাই বাইরে দিনের আলো নিভে যাচ্ছে সেটা চোখে পড়ছে না।তাও বলছি মোবাইলের দিকেই তাকি থাক আর শোন--
\"\"শুভ সন্ধা\"\"
অন্যকে যে সামলে সে শক্তিশালী হতে পারে,
কিন্তু যে নিজেকে সামলাতে পারে, তার চেয়ে শক্তিশালী কেউ নেই...
শুভসন্ধ্যা...
আকাশের ম্লান আলো জানান দিচ্ছে সন্ধ্যের আগমনের...নিজের প্রিয়জনকে নিয়ে একটা অসাধারণ সন্ধ্যা কাটাও...
শুভ সন্ধ্যা...
আগে থেকে পরিকল্পনা করা কার্যের উপরে
সাফল্য নির্ভর করে,
আর সুপরিকল্পিত না হলে,
ব্যর্থতা অবশ্যম্ভাবী...
শুভ সন্ধ্যা....
আজ সূর্য অস্ত যাচ্ছে...
কিন্তু এমন একটা দিন আসবে যখন
তোমার নিজের সূর্যের ঔজ্জ্বল্য
তোমাকেই উদ্ভব ও বৃদ্ধি করতে হবে...
শুভ সন্ধ্যা...
আমার আকাশের সাঁঝবাতি
আলো নিভে হল রাতি
অন্তরের দিনক্ষণ যামিনি
মধুরেণ সুবাস কামিনি
বিদায় নিয়েছে আলো,
আশা করি সবসময় থাকবে তুমি ভালো!
শুভ সন্ধ্যা।।
আমার জীবনের সবচেয়ে সুন্দর গোলাপটা সন্ধ্যার রক্তিম আভায় যেন আরো সুন্দর লাগছে...
তাই তো আমি তাকে এত ভালবাসি..
সে যে তুমি...
শুভ সন্ধ্যা...
আমার শুভেচ্ছা নিঃশব্দ,কিন্তু সত্য,
তারা পিছু করবে তোমার,স্বর্গ হোক বা মর্ত্য...
সৌভাগ্য হোক তোমার আর শুভেচ্ছা আমার
তোমার সুখগুলো হোক সোনার আর দুঃখগুলো তামার॥
শুভ সন্ধ্যা...
আমার সেই সকল সহকর্মী যারা আমার বিকেলগুলোকে কখনো একঘেয়ে হতে দেয় না...আজ এই ছুটির বিকেলে তাদের জানাই শুভসন্ধ্যা...
আমি তোমাকে খুব ভালোবাসি এ কথা সবাই বলে কিন্তু এর মর্যাদা কেউই রাখে না...
শুভ সন্ধ্যা...
আরও একবার না হয়, বন্ধু হবো তোর হাতটি ধরে, আরও একবার বাসবো ভাল তোর মত করে, আরও একবার না হয় চিল হবি, আমার চিলেকোঠায়, আর হারাস না বন্ধু প্লিজ, খুঁজব তোকে কোথায়?
শুভ সন্ধ্যা...
এই যে শুনছেন?
কারো কাছে কি সময় আছে আমার খবর নেওয়ার? কারো কি মনে পরে আমার কথা? সবসময় আমি ই মেসেজ করব?? আর কারো কি কোনো দায়িত্ব নেই আমায় শুভ সন্ধ্যা বলার?
একটা সন্ধেকে সুন্দর করে তোলার জন্য কোনো restaurant বা bar এ যাওয়ার দরকার পড়ে না..কোনো সিনেমায় যাওয়ারও দরকার পড়ে না...
এক হাতে শুধু একটা beer নাও,আর তোমার বন্ধুদের সাথে চাঁদের জ্যোৎস্না উপভোগ করো...
শুভ সন্ধ্যা...
Good Evening sms in bengali
ওই দিগন্তের তো কোনো শেষ নেই, তবুও হলদে আলোর দল সেই দুর প্রান্তে ছুটে যায়।
আর সে জানিয়ে দিয়ে যায় যে, এখন সন্ধ্যার আগমন হবে।।
,
;;শুভ সন্ধ্যা;;
খোলা মাঠে দাড়িয়ে আমি সুর্যাস্ত এবং সুর্যোদয় দেখি । আলো-ছায়ার খেলার মাঝে সন্ধ্যা আসতে দেখি___ । দুরের ঐ গভীর থেকে আসবে আধার ঘরে___ । দিগন্ত দিয়ে উড়বে পাখি সন্ধ্যার এই আগমনে____ । বন্ধু সবাইকে জানাই \"শুভ সন্ধ্যা\"
খবর পড়ার সময় সুন্দরী পাঠিকা শুরু তো করেন \"শুভ সন্ধ্যা\" বলে কিনতু তার পরের ১০ মিনিটে সেগুলোই বলেন যেগুলো শুনলে সন্ধেটার আর \"শুভ\"
হওয়ার তেমন কারণ থাকে না...শুভ সন্ধ্যা...
গোধূলির তির্যক সূর্যকিরণগুলো মনে শীতলতার অনূভুতি জাগায়...সারাদিনের পরিশ্রান্তি যেন এক লহমায় কেউ মুছিয়ে দেয়..
গভীর প্রশান্তিতে ভরে ওঠে মন...
শুভ সন্ধ্যা...
গ্রীষ্মের দুপুরের তীব্র দহনজ্বালা কে হালকা আরামের প্রলেপ দিতে সন্ধ্যা এসেছে..এস আমরা অনুভব করি সেই শীতল স্নিগ্ধতা...
শুভ সন্ধ্যা..
চাঁদটা আজ এত মনমরা কেন জানো?
কারণ সে খবর পেয়েছে যে তার চেয়েও সুন্দর তোমায় দেখতে..
শুভ সন্ধ্যা সোনা..
Suvo Sondha SMS
জীবনে যখন গোধূলির সন্ধ্যা নামে,
তখন দিনের আলোটা-কে বোঝার সময় থাকে না.
মনে হয় আমি একলা পথের পথিক-
এত আলো তবুও আমার পথ অন্ধকার...!
তাই জীবনের সন্ধ্যার চেয়ে এই পৃথিবীর সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর দেখতে..প্রাণ ভরে উপভোগ করো তোমার জীবনের বাকি সন্ধ্যাগুলো..
শুভ সন্ধ্যা..
যদি এখনও অবধি তোমার দিনটা ভালো না কেটে থাকে, তবে রেডি হয়ে যাও দিনটা অসাধারণভাবে শেষ করতে,কারণ আমার মতন একজন পুণ্যাত্মা তোমায় ম্যাসেজ করেছে...
শুভ সন্ধ্যা...,
ডাক্তারের প্রেসক্রিপশন তোমার জন্যে : একটু হেসে ব্রেকফাস্ট , ফুর্তিতে লাঞ্চ আর সুখে ডিনার..ডাক্তারের পারিশ্রমিক : একটা এসএমএস যখন ফ্রি থাকবে ! শুভ সন্ধ্যা !
তোমার দিনের অবশিষ্ট সময়টা হয়ে উঠুক বিকেলের আকাশের মতন রঙীন ও সুন্দর...
শুভ সন্ধ্যা...,
দিন শেষে গোধূলি বেলায়
সূর্য নিল বিদায়,
"শুভ সন্ধ্যা,জানাই তোমায়"
বলতে চায় এ'হৃদয়!
দিনের এই অন্তিম ভাগে তোমায় জানাই শুভ সন্ধা !|! ভাল থেকো
দিনের শেষে সব পাখিরা
ফিরে আসে নিজ ঘরে,
এই কাজটা চলছে তাদের
যুগ যুগ ধরে,,
এটাই আমি জানিয়ে দিলাম
তোকে sms করে।
\'+\' শুভ সন্ধা \'+\'
দিনের শেষে সূর্য যখন
পশ্চিমে দেবে ডুব,
কিছুক্ষনের জন্য তুই
থাকিস একটু চুুপ।
,
নীল আকাশের বুকে তখনি
পাখিরা উড়বে হলদে ছায়ায়,
আমিও তখন বলবো তোকে
আসিস আমার মনে এই শুভ সন্ধ্যায় ||
দেখো ধীরে ধীরে আকাশের তারাগুলো ঝিকমিক করে জ্বলে উঠছে..আমার জীবনে তোমার জায়গাটাও তেমনই সোডা জ্বাজ্জ্বল্যমান..
শুভ সন্ধ্যা..
প্রতিটি বিকেলবেলা আসে নিজের নতুন সম্ভার নিয়ে...
তোমায় সেই সম্ভারে সামিল করতে..
তোমার সারাদিনের ক্লান্তিকে কিছুটা হলেও কমাতে...
শুভ সন্ধ্যা...
বল তো রোজ সূর্য অস্ত যায় কেন?
.
আরে অত চাপ দিও না মাথায়..সূর্য অস্ত যায় যাতে আমি তোমাকে রোজ বলতে পারি শুভ সন্ধ্যা..
No comments