Header Ads

Ramadan sms bangla,Romjaner message,Rojar sms,রমজান মোবারক এসএমএস

রমজান মোবারক এসএমএস

শরীর সুস্থ থাকে
অল্প আহারে,
আত্মা সুস্থ থাকে
অল্প নিদ্রায় এবং
আল্লাহর নৈকট্য
লাভ হয় অধিক
ক্রন্দনে । --
.
---খাজা মঈনুদ্দীন
চিশতী রহ:

Rojar sms,রমজান মোবারক এসএমএস



১,২,৩
আসছে রোজার দিন ।
৪,৫,৬
রোজা রাখতে কিসের ভয় ।
৭,৮,৯
খারাপ কাজ আর নয় ।
১০,১১,১২
পাঁচ ওয়াক্ত নামাজ পড় ।


আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে, 
আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” 
~~ বিশ্বনবী হযরত মোহাম্মদ সঃ


 .... 人
..║ ∩║__ 人
..║ ∩║_ .-:;-.
..║ ∩║ *|*
..║ ∩║.∩∩∩∩∩∩║ 
আগামী কাল থেকে শুরু
পবিত্র
মাহে রমজান।
আল্লাহ আমাদের
রোজা রাখার ও
রমজানের যাবতীয়
ন্যাক কাজ করার
তৌফিক দান
করুন। আমিন ।


~এক এক করে যাচ্ছে চলে-
মাহে রমযান
~কি করে দিবো আমি-
তার প্রতিদান
~ক্ষমার আশায় আজও আমি-
তুলি দুই হাত
~কবুল করো আল্লাহ তুমি-
আমার মোনাজাত।


রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম ~আল হাদিস।


রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে ~আল হাদিস।

Ramadan sms bangla


 রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং ,
রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ ।
আল হাদিস।


রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান
 সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান!
 আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !


ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু! না হয় ক্বাযা
 ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা
 হেসে খেলে ভুল করে হায় ! পেওনা ভুলের কঠিন সাজা!


এলো রে এলো... ওই মাহে রমজান
 মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান
 পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান
 জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ
 রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!


বছর ঘুরে ফিরে এলো মুক্তির মাস নাজাতে মাস,কোরআন মাজিদ নাজিলের মাস, পবিত্র মাহে রমজান এর মাস। যে মাসে আল্লাহ তায়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন।


হাদিস শরিফে রসুল (সা.) বারবার বলেছেন, ‘ওই ব্যক্তির চেয়ে হতভাগ্য আর কে আছে, যে রমজান মাস পেল কিন্তু নিজের গোনাহ মাফ করিয়ে নিতে পারল না। ’
 (মিশকাত শরিফ)।


অন্য হাদিসে রসুল (সা.) বলে দিয়েছেন, ‘কীভাবে আমরা গোনাহ মাফ পেতে পারি। নবীজী বলেছেন, ‘মান সামা রামাদানা ইমানাও ওয়া ইহতিসাবান গুফিরালাহু মা তাকাদ্দিমা মিন যামবিকা। যে ব্যক্তি ইমান ও আত্মসচেতনতার সঙ্গে সিয়ামব্রত পালন করবে, আল্লাহতায়ালা তার ওপর রাজি ও খুশি হয়ে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। ’ 
(বুখারি)।


মাহে রমজান মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দানপুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান
 জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!

Rojar sms


সামনে আসছে রোজা , হালকা কর গোনাহের বোঝা , যদি কর পাপ চেয়ে নাও মাফ . এসো নিয়তকরি , আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি . . . .

Rojar sms,রমজান মোবারক এসএমএস


মানবজাতির তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান পুণ্যের সূর্য উদয় হয়ে , 
পাপের হবে অবসান জং গুলো সব ঝরে গিয়ে , ঈমান করবে শাণ . . . এলো রে এলো হে মাহে রমজান।


শুভ রজনী, শুভ দিন রাখো রোযা ৩০দিন, 
 ১১মাসের পাপ ১ মাসে করো ছাপ,
 দিন যায় দিন আসে রোযা পাবেনা প্রতি মাসে...
 তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো? 
 সবাইকে জানাই {পবিত্র রমজান মোবারক}


মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, 
 দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। 
 যাকে তুমি আপন ভাবো সে হবে পর, 
 আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।


এক এক করে যাবে চলে মাহে রমযান, 
 কি করে দিবো আমি তার প্রতিদান. 
 ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত. 
 কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.।


নামাজ পড়,রোজা রাখ,কলমা পড় ভাই,
তোরা আখেরের কাজ করে নে সময় যে আর নাই।


সামনে আসছে রোজার ‘Din’ 
খারাপ কাজ চেড়ে ‘Din’ 
ভালো কাজে যোগ ‘Din’ 
রোজা রাখো ‘৩০Din’ 
ইবাদত করো প্রতি ‘Din’...।


যদি রাখো রোজা, - মন হবে তাজা। - 
যদি পড় নামাজ, - শক্ত হবে সমাজ। - 
যদি পড় কোরআন, - শক্ত হবে ঈমাণ।


জান্নাতের নেটওয়ার্ক হল’ইসলাম’, 
সিম হল’ঈমান’
বোনাস হল’রমযান’, 
রিচার্জ হল’নামাজ’, 
আর হেলপ লাইন হল’কোরআন’।


গান বাজনা Delete কর ,
নামায রোজা Save কর ,
খারাপ পোস্ট Cut কর ,
ভাল পোস্ট Share কর ,
ভিন্ন ধর্মকে Respect কর ,
ইসলাম ধর্ম Open কর।


বাকা চাদ,শুভ দিন,রমজানের বাকি আর একদিন,
সবাই মিলে শপথ ণিন,রুজা রাখবেন ৩০ দিন,
নামায পরবেন,প্রতিদিন,সবাই বলুন, আমিন ।

যিনি একটি খেজুর খেয়ে সারাদিন রোজা রেখেছেন।
 তিনি হযরত মুহাম্মদ (সাঃ)


এই রমজান মাসে আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা,
 গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম হবে।


No comments

Powered by Blogger.