Header Ads

april fool day sms bangla,এপ্রিল ফুল এসএমএস,বোকা বানানোর মজাদার জোকস

এপ্রিল ফুল এসএমএস

(হ্যাঁ/না) দিয়ে নিচের শূন্যস্থান পুরণ কর।
1/--- আমি মানুষ না।
 2/--- আমি ফাজিল। 
3/--- আমার মতো পাগল আর নাই। 
4/--- আমি বেকুব। 
5/---আমি গাধা।
april fool day sms bangla



1.,আজ বেলা ১১টার আগে রাস্তায় বেরোবি না কিন্তু....আমাদের পাড়ায় পাগল ধরার গাড়ি ঘুরে বেড়াচ্ছে,আমি বাড়ি ফেরার সময় দেখলাম...তো আমি তোর্ কথা কিছু বলি নি ওদের,কিন্তু তোকে দেখলে ওরা হয়ত বুঝে যাবে,তাই তোর্ ভালোর জন্যেই বলছি আর কি! আমাকে থ্যাঙ্কস দিতে হবে না,তোর্ বন্ধু হয়ে এটুকু তো করতেই পারি তোর্ জন্যে বল!


অদ্ভুত কিছু আবেগ, অজানা কিছু অনুভূতি...অসম্ভব কিছু ভালো লাগা, হয়তো বা কষ্টের ভয়, একাকীত্ব নিরবতা...এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা!!


আপনি একটা গরু না, 
একটা ছাগল, 
না একটা ভেড়া. 
না না না বাজার থেকে একটা...
 দেশী মুগরী কিনে আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন।


আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার সব। এটা আমি তোমাকে বলি নাই, এটা আমি জল কে বলছি।


আমি তোমায় তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে যেতে পারি...দোল,পুজো,নারী দিবসে শুভেচ্ছা জানাতে ভুলে যেতে পারি...
কিন্তু এমন একটা দিনে তোমায় সমবেদনা জানাতে কি করে ভুলতে পারি,যেই দিনটা খাস তোমার জন্যে তৈরী??
হ্যাপি এপ্রিল ফুল ডে....
একদিন তুইও বুদ্ধিমান হতে পারবি,আশা ছাড়িস না...


এই এস এম এস টি পড়লে তুমি \গাধা\, না পড়লে \বলদ\। এস এম এস কাউকে দেখালে \গরু\ না দেখালে \ছাগল\। এস এম এস পড়ে রাগ করলে \ভেড়া\ আর না করলে \দুম্বা\।এস এম এস ডিলিট করলে \বানর\ না করলে \হনুমান\ এস এম এস ফিরত পাঠালে \পাগল\ না পাঠালে \রামছাগল\। তোমার ইচ্ছে তুমি কি করবে।

বোকা বানানোর মজাদার জোকস


এইযে ভাইয়েরা শুনছেন, কুকুরের বাচ্চারা, শুয়োরের বাচ্চারা, বানরের বাচ্চারা, গাধার বাচ্চারা, বিড়ালের বাচ্চারা, শেয়ালের বাচ্চারা▪▪▪▪▪▪ যদি কামড়ায়, তবে কোন মলম লাগাবেন জানেন? আমিও জানি না।


এখন আমার হাতে এক বোতল বিশ। আমি মুক্তি পেতে চাই এতো জালা আমার আর এখন সহ্য হয় না। জানি এটা পাপ। এতো যন্ত্রণা আর ভালো লাগে না। তাই যাচ্ছি ইদুর মারতে।


কখনো আয়নার সামনে বেশিক্ষন দাঁড়িও না...তাহলে হয়তো তোমার সৌন্দর্য্যে মোহিত হয়ে আয়্নাও তোমার প্রেমে পড়ে যাবে..
এমন আরো হাস্যকৌতুক পেতে হলে এই নম্বরে একটি ৫৫ টাকার নেট কার্ড ভরিয়ে দিন..


চাই না আমি \শাকিব খান\ এর প্রিয়া, চাই না আমি নায়িকা \ঐশরিয়া\ চাই আমি তোমার মত এক্সপার্ট \কাজের বুয়া\। কি হবেনা??


ছাত্র জীবনে প্রেম করা মানে 
অন্যের বউকে পাহারা দেওয়া।
 ! ! 
আর পড়ালেখা শেষ করে বিয়ে করা 
মানে অন্যের গার্লফ্রেন্ডকে বিয়া করা।


জানুয়ারি,ফেব্রুয়ারী,মার্চ,এপ্রিল,মে,মে,মে,মে,মে...আচ্ছা আচ্ছা,ঠিক আছে, আর 
ম্যা ম্যা করতে হবে না...আমি বুঝতে পেরেছি তুমি একটা ছাগল!!


জীবনে কেউ যদি কখনো আপনাকে দেখে, দরজা বন্ধ করে দেয় ! আপনি মনে রাখবেন, দরজার ছিটকিনি দুই দিকেই থাকে। আপনিও বাহির থেকে বন্ধ করে দিয়ে চলে যান....


তুমি অসীম।
তুমি সুনদর।
তুমি সাহসী॥
তুমি যদি সাহসী হও,
সুন্দর হও,
অসীম হও,
তহলে এখনি আমায় কল করো॥॥


তুমি আমার অচিন পাখি তোমার নাম টিয়া,
সুন্দর একটা বাদর পেলে তোমার দিতাম বিয়া


তোমায় দেখেছি ফাগুনেরও সাজে, 
তোমায় দেখেছি স্বপ্ন মাঝে. 
পুকুর পাড়ে, ঝিলের ধারে, 
দেখেছি তোমার ২ টা গাবদা ঠ্যাং, 
তুমি যে আমার প্রিয় কোলা ব্যাং...


দরজা বন্ধ,আমি একা... তুমিও একা...আমার হাত তোমার কোমরে...তোমার ঠোঁট আমার ঠোঁটে...সব শেষ...শরীর ঠান্ডা হয়ে গেল...আর মন বলল তোমায় জিজ্ঞাসা করতে যে ,তুমিও খাবে আমার সাথে ...7up?

april fool day sms bangla


দু হাত বাড়িয়ে আকাশ পানে চাও, নিজেকে পাখি মনে হবে।জোছনা রাতে চাঁদের পানে চাও, নিজেকে পরি মনে হবে। মাটির সবুজ ঘাসের পানে চাও, নিজেকে ছাগল মনে হবে।


ধুর! তোমায় আজই কেন উইশ করতে হবে? তুই আজও বোকা,কালও বোকা..তাহলে শুধু এপ্রিল ফুল ডেট-টাতেই কেন তোমায় উইশ করতে হবে?


বেশিরভাগ মানুষ রাতে করে, কেউ কেউ আবার দিনেও করে। কেউ টানা ত্রিশ মিনিট করে, কেউ কেউ আবার এক ঘন্টা ও করে। কেউ সারারাত করে, এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে।


ভীষণ ভালবাসতাম, সবসময় চোখে চোখে
রাখতাম, 
মাঝে মাঝে আমার বুকের মধ্যে-ও
রাখতাম,
তবু-ও হারিয়ে গেল আমার সান-গ্লাসটা, 
আজও মিস
করি ভীষণ..!


যখন তোমার একা লাগবে, তুমি চারদিকে কিছুই দেখতে পাবে না, দুনিয়া টা ঝাপসা হয়ে আসবে। তখন তুমি আমার কাছে এসো। . . তোমাকে চোখের ডাক্তার দেখাবো।


যদি তুমি আমার বন্ধু হও,তাহলে এর মধ্যে থেকে একটা নম্বর বেছে নাও-৫০,১০০,৫০০,১০০০
নম্বর বেছে নিয়ে আমাকে জানানোর দরকার নেই..
শুধু অত টাকার একটা রিচার্জ করে দিও আমার এই নম্বর এ...


যাবে কি পুকুর পাড়ে রাতের বেলায়?
দুজন মিলে জোৎস্না দেখবো তারার মেলায়.
যখন তুমি মাথা রাখবে আমার কোলে,
ভালোবেসে দেব তোমায় আমি পুকুরে ফেলে.
কি যাবে????


যেখানে ভালোলাগা, সেখানেই ভালোবাসা। যেখানে ভালোবাসা, সেখানেই প্রেম। যেখানে প্রেম, সেখানেই ব্যাথা। আর যেখানে ব্যাথা, সেখানেই টাইগার বাম মলম।


রোগ হলে ডাক্তারের কাছে যাও। কারণ ডাক্তার কে খেয়ে বাঁচতে হবে। ঔষধ কেনো, কারণ দোকানদারকেও খেয়ে বাঁচতে হবে। কিন্তু তুমি ঔষধ খেওনা....কারণ তোমাকেও বাঁচতে হবে!!!


সত্যিকারের ভালবাসা অনেকটা একটা বালিশের মতন..
যখন তোমার আনন্দ হবে তুমি ওটাকে জড়িয়ে ধরতে পারবে..
যখন তোমার কষ্ট হবে তখন তুমি এটাকে চেপে ধরে চোখের জল ফেলতে পারবে..
যখন তুমি সমস্যায় থাকবে তখন এটাকে আঁকড়ে ধরতে পারবে..
সত্যিকারের ভালবাসা চাই?
তাহলে ৫৫ টাকা দিয়ে একটা বালিশ কিনে নাও..


সব মানুষেরই পঞ্চেন্দ্রিয় মানে ফাইভ সেন্সেস আছে,কারো কারো নাকি 6th সেন্সও আছে সুনেছি..
কিন্তু তুমি প্রথম যার মধ্যে সপ্তম সেন্সটা দেখা গেছে-নন-সেন্স!!


সবসময় নিজের মনের মতন পথে চলো,
নিজের কথাকে শেষ কথা মনে কর,
কারো মত শুনে নিজেকে বদলে ফেলো না,
যা ইচ্ছা হয় তাই করো,
তাহলেই পুরো পৃথিবী একদিন বলবে,
হতচ্ছাড়া,কারো কথা শোনে না..


সুনীল আকাশ, নির্মল বাতাস। উত্তাল তরঙ্গ, মুক্ত বিহঙ্গ। বাজে বাঁশি, চাঁদের হাসি। ছাগল কত সুন্দর, এস এম এস পরছি আমি এক বান্দর।


সে আসলো, আমার উপর বসলো, আমাকে জড়িয়ে ধরলো, পরে কামর, চুমু দিল। তারপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল। খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো চিন্তা ভাবনা কর। ঐটা একটা মশা ছিল।



No comments

Powered by Blogger.